বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালেরকাঠী গ্রামে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন রফিক হাওলাদার, সেজান হাওলাদার ও আলামিন খাঁন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন।
এ সময় রাত আনুমানিক দুইটার দিকে আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বাকেরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী সেলিনা হোসেন বাবলি।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, ৭নং কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, মো. শহিদুল ইসলাম শরীফসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আহত নেতাকর্মীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আবুল হোসেন খান।