Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

2025-10-13  বাকেরগঞ্জ প্রতিনিধি  745 views

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবুল হোসেন খান — যিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাকেরগঞ্জ গড়ার একমাত্র কান্ডারী হিসেবে পরিচিত।

সভায় তিনি বলেন, “দলকে আরও সুসংগঠিত করতে হবে, জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সুখ-দুঃখে অংশীদার হতে হবে।”
তিনি ১৪টি ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌরসভার সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

জননেতা আবুল হোসেন খান আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি জনগণের দল। আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে আছি এবং থাকব।”
তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, “উপজেলা ও পৌর বিএনপি সহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।”

সভায় তিনি আরও উল্লেখ করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে এবং তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ১ নং সদস্য বাবলি খান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপি’র সভাপতি নাসির জমাদ্দার, চরমদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চুন্নু, ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন সিকদার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার আলিম জমাদ্দারসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


Share: