Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / হাফেজ খলিলুর রহমান খলিলের ইন্তেকালে বাকেরগঞ্জ প্রেসক্লাবের গভীর শোক

হাফেজ খলিলুর রহমান খলিলের ইন্তেকালে বাকেরগঞ্জ প্রেসক্লাবের গভীর শোক

2025-12-24  বাকেরগঞ্জ প্রতিনিধি  91 views

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি, সাংবাদিকতা অঙ্গনের সুপরিচিত মুখ হাফেজ খলিলুর রহমান খলিল ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে বাকেরগঞ্জ প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। মরহুমের অকাল প্রয়াণে সাংবাদিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। পেশাগত দায়িত্ব পালনে তাঁর সততা, নিষ্ঠা, নির্ভীকতা ও মানবিক আচরণ সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।
দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও মানবিক ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা বাকেরগঞ্জের সাংবাদিকতা জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাকেরগঞ্জ প্রেসক্লাব মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও স্বজনদের এ শোক সইবার তাওফিক দান করেন। আমিন।


Share: