Barishaler Times

Header
collapse
...
Home / বিনোদন / ওপার বাংলার তারকা জুটি দেব–রুক্মিণীকে ঘিরে নতুন আলোচনা, ‘প্রজাপতি ২’-এ ব্যস্ত দেব

ওপার বাংলার তারকা জুটি দেব–রুক্মিণীকে ঘিরে নতুন আলোচনা, ‘প্রজাপতি ২’-এ ব্যস্ত দেব

2025-10-08  নিজস্ব প্রতিনিধি  259 views

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র তাদের ঘিরে আলোচনার যেন শেষ নেই। গত এক দশকেরও বেশি সময় ধরে এই জুটির মিষ্টি–দুষ্টু মুহূর্তগুলো বারবার শিরোনামে এসেছে। পর্দায় যেমন chemistry, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

এদিকে, বর্তমানে দেব ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘প্রজাপতি ২’-এর প্রচারণা নিয়ে। সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই তা নেটিজেনদের নজর কেড়েছে। অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমায় দেবকে এবার দেখা যাবে একজন সিঙ্গেল ফাদার হিসেবে এক ভিন্ন চরিত্রে।

বাস্তব জীবনে বাবা হওয়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নে দেব হাসিমুখে বলেন,

আগে তো বিয়ে করতে হবে! আমি পরিবারিক ইচ্ছে আর ভাগ্যের ওপর বিশ্বাসী। এসব ভাগ্যের ব্যাপার। যখন কপালে লেখা আছে, তখনই হবে।”

প্রজাপতি ২’-এ আবারও দর্শকরা দেখতে পাবেন দেব ও মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় জুটিকে একসঙ্গে। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু।

দেবের ভক্তদের প্রত্যাশা, প্রথম পর্বের মতো ‘প্রজাপতি ২’-ও হবে বক্স অফিসে বড় সাফল্য।


Share: