Barishaler Times

Header
collapse
...
Home / বাংলাদেশ / রাজনীতি / দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে তারেক রহমান

2025-10-06  নিজস্ব প্রতিনিধি  286 views

প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলার সঙ্গে অনুষ্ঠিত এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা ও বিচার প্রক্রিয়া, এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই সাক্ষাৎকারে অংশ নেন।

বিবিসি বাংলা জানায়, সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ (সোমবার) তাদের পাঠকদের জন্য প্রকাশ করা হয়েছে। এতে তারেক রহমান দীর্ঘ বিরতির পর গণমাধ্যমে এসে বিএনপির অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকারের শুরুতে বিবিসি বাংলা-র পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হলে, তারেক রহমান বলেন,


Share: