নিজস্ব প্রতিবেদক:
মোঃ ফারুক হাওলাদার তাঁর নিজ ক্রয়কৃত ফরিদপুর ইউনিয়নের বসতভিটা ও নাল জমিতে ফলের চারা রোপণের উদ্দেশ্যে শুক্রবার দুপুরের দিকে সেখানে যান। তিনি মোহাম্মদ বারেক হাওলাদারের পুত্র। তাঁদের স্থায়ী নিবাস বরিশালের দুর্গাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর লক্ষীবন্ধন গ্রামে।
জানা যায়, উক্ত জমিটি ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ভাতশালা গ্রামে অবস্থিত। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর স্থানীয় কামাল মৃধা, লিটন মৃধাসহ একটি সন্ত্রাসী সিন্ডিকেট পূর্বপরিকল্পিতভাবে তাঁকে মধ্যযুগীয় কায়দায় ভয়-ভীতি প্রদর্শন করে আটকে রাখে।
অভিযোগে আরও জানানো হয়, তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং তাঁর মোবাইল ফোন জিম্মা করে নেওয়া হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে বলা হয় যে, বাকেরগঞ্জ এসে উক্ত জমি তাঁদের নামে লিখে দিতে হবে, অন্যথায় তাঁকে ও তাঁর পরিবারকে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হবে বলে হুমকি প্রদান করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।