বরিশালের বাকেরগঞ্জে “সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদের সহস্রাধিক ইমামের অংশগ্রহণে এই আলোচনা সভা একসময় ইমাম সম্মেলনে রূপ নেয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রাজধানীর ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি।
আলোচনা সভায় বক্তারা ইসলামের সামাজিক, নৈতিক ও শিক্ষাগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমাজে ন্যায় ও সততার পরিবেশ প্রতিষ্ঠায় মসজিদভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, “আল-আকসা আমাদের বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এখান থেকেই নবী করিম (সা.) মিরাজের রাতে উর্ধ্বাকাশে যাত্রা করেছিলেন।”
বক্তারা বিশ্ব মুসলিম ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “যে কোনো মূল্যে আমাদের ইমাম ও মুসল্লিদের ঐক্যবদ্ধ থেকে মসজিদুল আকসাসহ সকল মসজিদের মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে হবে।”
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।