Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / সিলেট / নাটোরে ডিবির অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ডিবির অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

2025-10-06  নিজস্ব প্রতিনিধি  110 views

নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোরে আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাটোরের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোস্ট ডিউটির সময় সদর থানার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামস্থ ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন— সেলিম আহম্মদ (২৬), পিতা মিন্টু রহমান, সাং নিমগাছী উপর রাজরামপুর, রাজরামপুর পৌরসভা, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর; এবং মোঃ জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২), পিতা মোঃ সাদেকুল ইসলাম, সাং দাদন চক, আদিনা কলেজের পার্শ্বে, মনাকষা ইউনিয়ন, থানা শিবগঞ্জ, উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এ সময় সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি এবং জুবায়ের ইসলাম আশিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়েছে।

নাটোরের ডিবি কর্মকর্তা সূত্রে জানা যায়,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আসুন, মাদককে না বলি — মাদকমুক্ত দেশ গড়ি।


Share: