Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / সিলেট / কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ

কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ

2025-10-02  Barishaler Times  122 views

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে এফ জেট মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬৪-২১৭৪) জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, মানিক ঢাকায় উবার চালক হিসেবে কাজ করতেন। দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে এসে গত বুধবার (১ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালার বাড়িতে যান। রাতেই খালার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়িতে না পৌঁছানোয় ও মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করি। বৃহস্পতিবার বিকেলে খালে লাশের খবর পেয়ে আমরা শনাক্ত করি। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। পরে বিকেল ৩টার দিকে ওই মোটরসাইকেলের পাশেই লাশ ভেসে ওঠে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং মোটরসাইকেল জব্দ করি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মানিক খালে পড়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share: