Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / বরিশাল / রাসেলের বিরুদ্ধে এই নিউজ করার কারণে। তজুমদ্দিনে সাংবাদিককে মারধর, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা

রাসেলের বিরুদ্ধে এই নিউজ করার কারণে। তজুমদ্দিনে সাংবাদিককে মারধর, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা

2025-10-03  জেলা প্রতিনিধি  304 views

আজ বুধবার সন্ধ্যা ৮টার দিকে ভোলার তজুমদ্দিন থানার সামনে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদপত্রের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মারধরের শিকার হয়েছেন।

ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাসেলের নাম। জানা গেছে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করেন মোহাম্মদ রাসেল। এতে ভুক্তভোগী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জানিয়েছেন, “আমার পেশাগত দায়িত্ব পালন করায় আমাকে হামলার শিকার হতে হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।


Share: