Barishaler Times

Header
collapse
...
Home / তথ্য প্রযুক্তি / ভালোবাসি তোমায় সিনেমাতে যুক্ত হলেন কাজী হায়াৎ

ভালোবাসি তোমায় সিনেমাতে যুক্ত হলেন কাজী হায়াৎ

2025-10-09  নিজস্ব প্রতিনিধি  208 views

মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান এর 
মূল পরিকল্পনায় এবার নির্মাণ হলো সিনেমা। নাম ‘ভালোবাসি তোমায়’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা।
সিনেমাটির কাহিনি লিখেছেন 
আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার।
নির্বাহী প্রযোজক ফরহাদ হোসেন মজুমদকর ও ফারহানা মজুমদার মুক্তা, লাইন প্রযোজক তাজবির হাসান। 
এই সিনেমায় কায়েস আরজু ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করছেন ইরা শিকদার,  অন্তর, রেবেকা, বড়দা মিঠু, নাদের চৌধুরী,জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি,সফিক খান দিলু,শাহেলা,ড্যানি সিডাক অঞ্জলী রায়, চাঁন মিয়া শিকদার,আসমা,অনন্ত জাহিদ,ফিরোজ আলম,কাজী হায়াৎ প্রমুখ।
কণ্ঠশিল্পী ছিলেন আতিয়া আনিসা,বেলাল খান,মিতা মল্লিক, কাজী শুভ,লেমিস, এস কে সাগর শান ও কামরুজ্জামান রাব্বি।


Share: