Barishaler Times

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

2025-10-08  নিজস্ব প্রতিনিধি  219 views

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছ থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম এক ভিডিওবার্তায় দাবি করেছেন, সমুদ্রে জাহাজ আটকে তাকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে।আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সোয়া ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক।
আপনারা যদি এই ভিডিও দেখেন, বুঝবেন আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইস্‌রায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে।
ভিডিওতে তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।
আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও নিউজ লিখে দিন


Share: