Barishaler Times

Header
collapse
...
Home / বরিশাল জেলা / বরিশাল / বাকেরগঞ্জ / বাকেরগঞ্জে বিএনপি নেতা বিপ্লব লাহারির বিরুদ্ধে অপপ্রচার: পৌরসভা ও উপজেলাজুড়ে নিন্দার ঝড়

বাকেরগঞ্জে বিএনপি নেতা বিপ্লব লাহারির বিরুদ্ধে অপপ্রচার: পৌরসভা ও উপজেলাজুড়ে নিন্দার ঝড়

2025-10-08  বাকেরগঞ্জ প্রতিনিধি  191 views

বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কারানির্যাতিত নেতা জামাল হোসেন বিপ্লব লাহারির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে পৌরসভা ও উপজেলাজুড়ে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন, হামলা-মামলা, কারাবাসসহ অগণিত বাধা পেরিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন বিপ্লব লাহারি। দুঃসময়ে বিএনপির পতাকা হাতে রাজপথে লড়াই করে গেছেন তিনি।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, ৫ আগস্টে গ্রেফতার হওয়া বিপ্লব লাহারি আজও অন্যায় ও গায়েবি মামলার শিকার। ২০২১ সালের ঘরপোড়া মামলা, ২০২২ সালের বোয়ালিয়া ও সিংহবাড়ির গাড়ি পোড়া মামলাতেও তাকে জড়িয়ে হয়রানি করা হয়েছে।

তারা অভিযোগ করেন, একদল কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই নিবেদিতপ্রাণ নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দলের দুঃসময়ের এই সাহসী নেতার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার পাঁয়তারা চলছে।

পৌর ও উপজেলা বিএনপির নেতারা বলেন, “জামাল হোসেন বিপ্লব একজন হাস্যজ্জ্বল, কর্মীবান্ধব ও মানবিক নেতা। দলে সংকটের সময় যিনি নিজের জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, তার বিরুদ্ধে এমন অপপ্রচার লজ্জাজনক ও ঘৃণ্য।

তারা অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও জানান, বিপ্লব লাহারি দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জের রাজনীতিতে ত্যাগী, সাহসী ও সংগঠক হিসেবে পরিচিত। তার মতো একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন,

রাজপথের যোদ্ধা বিপ্লব লাহারির বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং তার মতো সাহসী নেতার হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও শক্তিশালী হবে।

এ ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।


Share: